এক রুপালি গিটারিস্ট
আইয়ুব বাচ্চু। এই নামকে পরিচয় করিয়ে দিতে আর কোনো বর্ণনার প্রয়োজন নেই। কিংবদন্তিতুল্য এই রকস্টার নেই চার বছর। কে বলেছে নেই? তিনি আছেন বলেই আজও বেজে ওঠে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘চল বদলে যাই’। আইয়ুব বাচ্চুর মৃত্যুদিনে তার সম্পর্কে থাকল ছয় তথ্য। ১. প্রথম গিটার বাবার দেয়া আইয়ুব বাচ্চুর…